"

নেত্রকোণায় শিক্ষকের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা


নেত্রকোণা শহরের বড়বাজার এলাকায় নিজের বাসা থেকে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

গতকাল রোববার রাতে মামলাটি করেন, নিহত নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রী কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার রায়ের স্ত্রী নিভা রাণী সাহা।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, মামলায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সকাল ১০টার মধ্যে যে কোনো সময়ে দুর্বৃত্তরা দিলীপ কুমার রায়কে বড়বাজারের নিজের বাসায় হত্যা করে ফেলে রেখে যায়। পরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি কাজী শাহনেওয়াজ আরও জানান, স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যাওয়ার পর থেকে বাসায় একাই ছিলেন দিলীপ কুমার রায়। শুক্রবার সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় বাসার ভেতরে ঢুকে দিলীপ রায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলেন, এখনও এই হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সব দিক মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়াতদন্ত শুরু করেছে।
Previous Post Next Post

نموذج الاتصال