"

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন বেগম জিয়া: সাইফুল হক


বিদেশে চিকিৎসা বেগম জিয়ার অনেক আগেই দরকার ছিল। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন তিনি। বাস্তবে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল আওয়ামীলীগ সরকারের। পরিকল্পনার অংশ হিসেবে তার বিরুদ্ধে বিভিন্ন সাজানো মামলা দেওয়া হয়েছে এবং সেটাকে আবার দ্বিগুণ করা হয়। তার পরিবার থেকে দফায় দফায় চিকিৎসার জন্য আবেদন করা হলেও সেটাকে অস্বীকার করা হয়। বাস্তবে কয়েক বছরে তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছিল। এ বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি।

একটি জাতীয় গণমাধ্যম টেলিভিশন টকশোতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক এই বিষয় নিয়ে কথা বলেন।

তিনি আরও বলেন, বেগম জিয়া ও তারেক রহমান রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। আমরা আশা করছি এ বছরে জাতীয় নির্বাচন হবে। দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় হাঁটতে পারবে। দেশবাসীর পাশাপাশি আমরাও আশা করি তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন। তিনি দেশে ফিরে এসে জনগণ ও দেশের স্বার্থে কাজ করবেন।





Previous Post Next Post

نموذج الاتصال