পদত্যাগের পোস্টে নিক পোথাস লিখেছেন, ‘যাই হোক, সব ভালো জিনিসেরই শেষ আছে। এই অধ্যায়ও একদিন শেষ হতো। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার দারুণ কিছু সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস লিখেছি। পাশাপাশি দারুণ কিছু স্মৃতি তৈরি করেছি।’
নিক পোথাস যোগ করেন,’এখন পরিবারের সঙ্গে ভালো কিছু সময় কাটানোর অপেক্ষা। দেখা যাক, পরের অধ্যায়ে কী আছে।’
নিক পোথাস ২০২৩ সালের এপ্রিলে জাতীয় দলের দায়িত্ব নেন। ৫১ বছর বয়সী এ কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আছে ২০২৬ সালের মার্চ পর্যন্ত। সময়ের আগেই দায়িত্ব ছাড়লেও বাংলাদেশকে শুভ কামনা জানাতে ভোলেননি পোথাস, ‘বাংলাদেশ ক্রিকেটের সামনে রোমাঞ্চকর একটা বছর অপেক্ষা করছে। দলের সবার প্রতি আমার শুভ কামনা। আমি তোমাদের মিস করব।’
পোথাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে নাফীস বলেছেন, ‘হ্যাঁ, তাঁর চুক্তি ২০২৬ সালের মার্চ পর্যন্ত ছিল, কিন্তু পারিবারিক কারণে তিনি পদত্যাগ করেছেন।’
বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমে যথাক্রমে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন করেন পোথাস। এছাড়া তিনি এসব দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের ভূমিকাতেও ছিলেন।
সম্প্রতি মোহাম্মদ সালাহউদ্দীনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের ব্যাটিং কোচের ভূমিকাটাও পালন করেছেন সালাহউদ্দীন। এটাও পোথাসের পদত্যাগের সম্ভাব্য কারণ হতে পারে!