"

মায়ের সামনে খুঁটিতে বেঁধে যুবককে নির্যাতন


কুমিল্লার চৌদ্দগ্রামে মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে ইমরান হোসেন (২১) নামের এক যুবককে নির্যাতন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর অভিযুক্তরা সবাই গা ঢাকা দিয়েছে।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কনকাপৈত ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার বিকেলে ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।

বিজ্ঞাপন

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দৌলতপুর এলাকার শহিদুর রেজা রতন মিয়াজী চিহ্নিত সন্ত্রাসী। এলাকায় তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার সামাজিক অপকর্মের বিরুদ্ধে প্রায় সময়ে প্রতিবাদ করত ইমরান। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়ে আসছিল ওই বাহিনীর সদস্যরা। শুক্রবার সন্ধ্যার পরে তারাশাইল বাজার বিকাশ দোকান থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ইমরানকে একা পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। পরে মসজিদের সামনের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মায়ের সামনেই তার ওপর নির্যাতন চালায় তারা। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ইমরানকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ইমরান বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ইমরানের মা আফরোজা বেগম বলেন, “আমার চোখের সামনেই আমার ছেলেকে অমানুষিক নির্যাতন করেছে সন্ত্রাসীরা। আমি মা হয়েও আমার ছেলের জন্য কিছু করতে পারিনি। আমাকেও অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল তারা। আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি সেই সন্ত্রাসীদের বিচার চাই।”

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিলাল উদ্দিন বলেন, ভাইরাল সিসিটিভি ফুটেজ আমাদের সংরক্ষণে আছে। যুবকের মা বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। ফুটেজ ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত সবাই এলাকা ছেড়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Previous Post Next Post

نموذج الاتصال