"

কোম্পানি পর্যায়ে গ্যাস কেনাবেচা হবে মিটারে



কোম্পানি পর্যায়ে গ্যাস কেনাবেচা হবে মিটারে
চালু হওয়ার দুই বছর পর কোম্পানি পর্যায়ে গ্যাস কেনাবেচায় মিটারিং পদ্ধতির অনুমোদন দিলো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গ্যাস কেনাবেচায় আনুপাতিক হারে (প্রো-রাটা) বিল করার পদ্ধতি বাতিল করা হয়েছে। এখন থেকে গ্যাস উৎপাদন, সঞ্চালন, বিতরণ ও বিপণনের সব পর্যায়ে মিটারিং ব্যবস্থা বাস্তবায়ন হবে। ফলে অপচয় ও চুরি কমে আসবে এবং কোম্পানিভেদে সিস্টেম লসের প্রকৃত চিত্র জানা সম্ভব হবে।

সোমবার (৬ জানুয়ারি) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপ-সচিব মো. শেখ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে মিটারিং পদ্ধতিকে ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গ্যাস উৎপাদন, সঞ্চালন ও বিতরণের সব স্তরে শতভাগ মিটারিং ব্যবস্থা কার্যকরের নিমিত্তে পেট্রোবাংলা গৃহীত গ্যাসের উৎপাদন থেকে শুরু করে গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়ার সরবরাহ চেইনের সব পর্যায়ে প্রকৃত মিটারিং ব্যবস্থা বাস্তবায়নের কার্যক্রমটি ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে অনুমোদন দেওয়া হলো। মিটারিং ব্যবস্থা কার্যক্রমের সঙ্গে একাধিক স্টেকহোল্ডার জড়িত থাকায় মিটারিং ব্যবস্থার পরিবীক্ষণ, ক্যালিব্রেশন, রিডিং গ্রহণ ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম পেট্রোবাংলা সমন্বয় করবে।

৩. যে সমস্ত উচ্চচাপ বিশিষ্ট সঞ্চালন পাইপলাইন জিটিসিএল এর মালিকানায় নির্মাণ করা হয়নি সে সকল পাইপলাইনের অপারেশনাল কার্যক্রম ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জিটিসিএল এর নিকট দ্রুত হস্তান্তরপূর্বক ট্রান্সমিশন চার্জ ভাগাভাগি করা যেতে পারে।
৪. অফ-ট্রান্সমিশন মিটারিং ব্যবস্থা প্রবর্তনের ফলে জিটিসিএল এর যে পরিমাণ কারিগরি/সিস্টেম লস হচ্ছে এবং ভবিষ্যতে হতে পারে তা বিবেচনায় নিয়ে উক্ত কারিগরি/সিস্টেম লস অনুমোদনের জন্য বিইআরসির নিকট জিটিসিএল আবেদন করতে পারে। এ বিষয়ে পেট্রোবাংলা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

Previous Post Next Post

نموذج الاتصال