"

গাজা যুদ্ধবিরতি চুক্তির ওপর ভোটাভুটি বিলম্বিত করছে ইসরায়েল


হামাস শেষ মুহূর্তে চুক্তিতে পরিবর্তন আনতে চাইছে এমন অভিযোগ তুলে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনে মন্ত্রিসভার ভোট পিছিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় এই ভোটাভুটি হওয়ার কথা ছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, একটি 'অমীমাংসিত বিষয়ের' সমাধান করা হচ্ছে এবং রবিবার যুদ্ধবিরতি শুরুর ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

ইসরায়েলি প্রতিনিধিরা মাসের পর মাস আলোচনার মধ্য দিয়ে চুক্তিতে সম্মত হলেও সরকার এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের আগ পর্যন্ত এটি কার্যকর করা যাবে না।

চুক্তির ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে হামাস।

তবে বিবিসি জানতে পেরেছে যে, তারা চুক্তির অধীনে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির যে তালিকা করা হয়েছে তাতে তাদের কিছু সদস্যের নাম যুক্ত করার চেষ্টা করছিল।

বুধবার চুক্তির ঘোষণার আসার পরও গাজায় ইসরায়েলি হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হওয়ার কথা জানায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলার পর ভোট পেছানোর খবর আসে।

বৃহস্পতিবার সকালে বৈঠকটি শুরুর নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "শেষ মুহূর্তের সুবিধা আদায়ের চেষ্টা" করছে সংগঠনটি।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, হামাস 'চুক্তির সকল বিষয়ে' সম্মত না হওয়া পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক আহ্বান করা হবে না।

ব্লিঙ্কেন বলছেন, এমন একটি 'চ্যালেঞ্জিং' পরিস্থিতিতে এই বিলম্ব অপ্রত্যাশিত নয়।

যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী যে চুক্তিটি রবিবার থেকে কার্যকর হবে এবং তারপর থেকে যুদ্ধবিরতি স্থায়িত্ব পাবে, বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
Previous Post Next Post

نموذج الاتصال