"

সাংবাদিক সাঈদের পরিবারের ‘৩১ সদস্যকে হত্যা করেছে ইসরায়েল’


গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে সম্প্রতি নিহত হয়েছেন আনাদোলু এজেন্সির ফ্রিল্যান্স সাংবাদিক সাঈদ আবু নাভান। তার স্ত্রী জানিয়েছেন, শুধু স্বামীই নয়, ইসরায়েলের চলমান হামলায় তার স্বামীর পরিবারের ৩১ সদস্য নিহত হয়েছেন।

গত ১০ জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনী আল-জাদিদ শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা চালায়। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা একটি ভবন থেকে স্ট্রেচারে করে আহত এক ব্যক্তিকে বের করে আনছেন।

কাছেই দেখা যায়, সাংবাদিক সাঈদ ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করে হামলা কভার করছেন। এর কিছুক্ষণ পর গোলাগুলির শব্দ শোনা যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চল হয়ে যায় তার দেহ।

সাঈদের স্ত্রী বেরা জিয়াদ আবদুল হাফিজ হামিদে আনাদোলুকে জানান, তার স্বামীর বয়স ছিল মাত্র ২৫ বছর। এর আগে তিনি মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তর-পশ্চিমে আল-জাদিদ শরণার্থী শিবিরে থাকতেন।
তিনি বলেন, সাঈদ আর আমার আনাস নামে ১৫ মাসের একটা বাচ্চা আছে। ইসরায়েলি হামলা শুরুর এক মাস আগে আমাদের সন্তানের জন্ম হয়।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর হাতে সাঈদের পরিবারের মোট ৩১ জন সদস্য নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে অব্যাহত ইসরায়েলি আক্রমণে অবরুদ্ধ গাজাজুড়ে এখন পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

সাঈদের বন্ধুরা জানান, গাজার ভয়াবহ পরিস্থিতির কারণে সাঈদ সন্তানের সঙ্গে খুব কম সময়ই কাটাতে পেরেছিলেন। বন্ধুরা তাকে একজন হাসিখুশি মানুষ হিসেবে মনে রাখবে।

Previous Post Next Post

نموذج الاتصال