"

জেন-জি’দের সতর্ক করলেন মিজানুর রহমান আজহারী


সময়ের আলোচিত ইসলামি চিন্তাবিদ,স্কলার,বক্তা মিজানুর রহমান আজহারী পটুয়াখালীতে এক মাহফিলে তরুণদের নিয়ে কথা বলেছেন।আজহারী তাঁর বক্তব্যে তরুণদের দিয়েছেন সতর্কবার্তা।

আজহারী তাঁর বক্তব্যে বলেন,পুরো দারুন্নাজাত মাদরাসার অধিকাংশ আসাতিযায়ে কেরাম এই ভূখন্ডের এই অঞ্চলের হওয়ার কারণে। ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার ভালোবাসা।

অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই। আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি, আপনারা বসার জায়গা পাননি, দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ, শান্ত, সুশৃঙ্খল।

শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ। জেন জি। যেখানেই যাই জেন জি আমারে ছাড়ে না। এরাই আগামীর বাংলাদেশ। এদের হাতেই নিরাপদ আমার লাল সবুজের পতাকা। এদের হাতেই নিরাপদ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি ইঞ্চি মাটি। এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে। সজাগ থাকতে হবে দেশের জন্য, এ দেশের সার্বভৌমত্বের জন্য।
Previous Post Next Post

نموذج الاتصال